বিজ্ঞান ও প্রযুক্তি

বছরের শেষ চন্দ্রগ্রহণ এ মাসেই দেখা যাবে দুদিন

গ্রহণ একটি বর্ণিল আর আকর্ষণীয় মহাজাগতিক ঘটনা। সে কারণেই গ্রহণকে ঘিরে রয়েছে মানুষের গভীর আগ্রহ আর গ্রহণকে ঘিরে গড়ে উঠেছে নানা ধরনের পর্যটন আকর্ষণ। চলতি বছরের শেষ চন্দ্রগ্রহণ দেখা যাবে আগামী শনি ও রোববার। যা দেখার জন্য উদগ্রীব বহু মানুষ।

শনিবার মধ্যরাতে এই চন্দ্রগ্রহণ শুরু হবে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। তবে এটি হবে অর্ধ চন্দ্রগ্রহণ। এদিন চাঁদের অবস্থানের গতিকালে চাঁদ পৃথিবীর প্রচ্ছায়ায় প্রবেশ করবে না। তবে রোববার চাঁদ পৃথিবীর প্রচ্ছায়ায় প্রবেশ করবে।

ভারতীয় গণমাধ্যম উইওন এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার উপচ্ছায়া চন্দ্রগ্রহণ হবে। উপচ্ছায়া চন্দ্রগ্রহণ হলো- পৃথিবীর অবস্থান যখন চাঁদ এবং সূর্যের মাঝামাঝিতে হয়, কিন্তু এই তিনটি (চাঁদ, সূর্য এবং পৃথিবী) এক সরলরেখায় অবস্থান করে না। এই উপচ্ছায়া চন্দ্রগ্রহণের সময় চন্দ্রপৃষ্ঠের ওপর ছায়া পড়বে।

রোববার চাঁদ পৃথিবীর প্রচ্ছায়ার মধ্য দিয়ে যাবে। যার ফলে চাঁদ সরাসরি পৃথিবী এবং সূর্যের সঙ্গে একই সরলরেখায় অবস্থান করবে। চাঁদ সূর্যের সরলরেখায় অবস্থানের কারণে পৃথিবীর প্রতিসরিত সূর্যালোকে চাঁদ লাল বর্ণ ধারণ করে; যা ‘ব্লাড মুন’ নামে পরিচিত।

এই চন্দ্রগ্রহণটি টেলিস্কোপ ছাড়াই দেখা যাবে। মধ্যরাতে বাংলাদেশের প্রতিটি প্রান্ত থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। বাংলাদেশ ছাড়াও ভারত, পশ্চিম প্রশান্ত মহাসাগর, অস্ট্রেলিয়া, এশিয়া, ইউরোপ, আফ্রিকাসহ অনেক জায়গায় এই মহাজাগতিক দৃশ্য দেখা যাবে।

বাংলাদেশে শেষ চন্দ্রগ্রহণ দেখা গিয়েছিল ২০২২ সালের ৪ নভেম্বর। আবার পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা যাবে ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর।

আরও খবর

Sponsered content