অপরাধ বার্তা

অপহৃত শিশুকে পাওয়া গেল ঢাকায়

কুষ্টিয়ার কুমারখালী থেকে অপহৃত শিশু আরিয়ান (৩) ও তাঁর ভাবী রিনা খাতুনকে ( ৩২) আটক করেছে ঢাকার ভাটারা থানা পুলিশ। গতকাল রবিবার (২৩ নভেম্বর) সকালে তাদের আটক করা হয়। রিনা কুমারখালীর যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামের আনোয়ার হোসেনের দ্বিতীয় স্ত্রী ও গোপালগঞ্জের মকসুদপুর থানার গয়লাকান্দি এলাকায় মৃত কাসেম মোল্লার মেয়ে। দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কুমারখালী থানার ওসি খন্দকার জিয়াউর রহমান এবং ভাটারা থানার ওসি রাকিবুল হাসান। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জোতমোড়া গ্রামের জিন্নাহ শেখের ছেলে আনোয়ার হোসেনের বিরুদ্ধে চুরি ছিনতাই প্রতারণা সহ অসংখ্য অভিযোগ রয়েছে। প্রথম স্ত্রী ও এক সন্তান রেখে প্রায় দুই বছর আগে নিজ গ্রাম থেকে একটি অটোগাড়ি চুরি করে পালিয়ে যান আনোয়ার। আর খোঁজ মেলেনি তার। এরপর দিন পনেরো আগে রিনা খাতুন দ্বিতীয় স্ত্রীর দাবি নিয়ে আনোয়ারের বাড়িতে উঠে পড়ে বলেন ‘ ৬মাস আগে তারা বিয়ে করেছেন। যৌতুক হিসেবে একটি অটোগাড়ি দেওয়া হয়েছে। প্রায় তিনমাস হলো অটোগাড়ি ও কিছু নগদ টাকা নিয়ে পালিয়েছে আনোয়ার। আর খোঁজ নেয়নি। টাকা আর গাড়ি ফেরত না দিলে অন্যদের ক্ষতি করা হবে।’ একপর্যায়ে ২০ নভেম্বর রাত ৮টার দিকে আনোয়ারের তিন বছর বয়সী ছোট ভাই আরিয়ানকে নিয়ে পালিয়ে যান দ্বিতীয় স্ত্রী। এ ঘটনায় ওইদিন রাতে থানায় লিখিত অভিযোগ দেন আনোয়ারের বাবা জিন্নাহ শেখ। রোববার দুপুরে সরেজমিন থানা চত্বরে গিয়ে দেখা যায়, শিশু আরিয়ানের মা আনোরা খাতুন, বাবা জিন্নাহ শেখসহ স্বজনরা ছুটাছুটি করছেন। এ সময় আরিয়ানের মা আনোরা খাতুন বলেন, ‘১৫ দিন আগে বাড়ি উঠে পড়ে রিনা খাতুন। উঠেই বার বার গাড়ি আর টাকা দাবি করতে থাকে। বার বার হুমকি দিচ্ছিল ক্ষতি করার। সেদিন রাতে রান্নার কাজে ব্যস্ত ছিলাম। ওই মহিলা আমার গ্যাদা ( ছোট) বাচ্চা নিয়ে পালিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর আজ শুনলাম ঢাকায় পুলিশের কাছে আছে ওরা। বাবা জিন্নাহ শেখ বলেন, বড় ছেলের কাছে টাকা ও গাড়ি পাওনার জেরে ছোট ছেলেকে নিয়ে পালিয়েছে রিনা। তিনদিন পর তাদের সন্ধান পেয়েছি। পুলিশের সঙ্গে ঢাকা যাচ্ছি ওদের আনতে। থানায় অপহরণের মামলা করা হবে। কুমারখালী থানার ওসি খন্দকার জিয়াউর রহমান বলেন, টাকা পয়সা পাওনার জেরে শিশু আরিয়ানকে নিয়ে পালিয়েছে তার ভাবী। বর্তমানে তারা ঢাকার ভাটারা থানা পুলিশ হেফাজতে রয়েছে। তাদের কুমারখালীতে আনা হচ্ছে।

আরও খবর

Sponsered content