9 November 2025 , 10:08:56 প্রিন্ট সংস্করণ
মাহমুদ শরীফ
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বিভিন্ন এলাকায় হাতপাখা প্রতীকের পক্ষে ইসলামী আন্দোলনের নেত…বৃন্দ নির্বাচনী গনসংযোগ করেছেন।
শনিবার (৮নভেম্বর) উপজেলা সদরে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত কুষ্টিয়া-৪-আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব অঅনায়ার খান এই গনসংযোগ করেন। ইসলামী যুব আন্দোলনের নেত…ত্বে নির্বাচনী গনসংযোগে দলীয় নেতাকর্মীরা উপ¯ি’ত ছিলেন।
নির্বাচনী গনসংযোগে ভোটারদের দ্বারে দ্বারে ইসলামী আন্দোলনের প্রার্থী আলহাজ্ব অঅনায়ার খান হাতপাখা প্রতীকের লিফলেট তুলে দেন । এ সময় তিনি বলেন, কল্যাণের পক্ষে আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমরা হাতপাখা প্রতীক নিয়ে মানুষের দ্বারে দ্বারে যা”িছ। ছাত্র জনতার আন্দোলনের বিনিময়ে যেই বাংলাদেশ আমরা পেয়েছি, সেখানে আর কোন দুর্নীতি, বৈষম্য ও চাঁদাবাজদের ¯’ান হবে না। যতদিন পর্যন্ত দুর্নীতিমুক্ত, ইনসাফ ভিত্তিক নতুন বাংলাদেশ বিনির্মাণ না হবে, ততদিন পর্যন্ত আমরা কাজ করে যাব।
তিনি আরো বলেন পুরনো ব্যব¯’ার মাধ্যমে এই দেশে উন্নয়ন, সমৃদ্ধি আর শান্তি আসতে পারে না। তাই আগামীর বাংলাদেশ হোক ইসলামের বাংলাদেশ।






