জাতীয়

শাহবাগে ডাকসু নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা

কা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে আজ (৯ সেপ্টেম্বর) উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা ভোটে মোট ভোটার ছিলেন ৩৯,৮৭৪ জন।

শাহবাগ মোড়ে দুপুরের পর সাধারণ মানুষের ভিড় বাড়তে দেখা গেছে। পছন্দের প্রার্থীর বিজয় মিছিলে অংশ নিতে অনেকেই জড়ো হয়েছেন।

নির্বাচন ঘিরে ক্যাম্পাসে ও আশপাশে আইনশৃঙ্খলা বাহিনী কড়া অবস্থানে রয়েছে। প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়েছে। ভুয়া আইডি নিয়ে ঢোকার চেষ্টাকালে দুইজনকে আটক করা হয়েছে।

রমনা বিভাগের ডিসি মাসুদ আলম জানিয়েছেন, নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।

নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে নেয়া হয়েছে তিনস্তরের নিরাপত্তা ও এলইডি স্ক্রিনে ফলপ্রকাশের ব্যবস্থা। ক্যাম্পাসজুড়ে রয়েছে পুলিশের পাশাপাশি বিএনসিসি ও নিরাপত্তা বাহিনীর উপস্থিতি।