27 June 2025 , 6:16:02 প্রিন্ট সংস্করণ
কুষ্টিয়ার কুমারখালী উপজেলা গণঅধিকার পরিষদের কমিটির অনুমোদন করা হয়েছে। গণঅধিকার পরিষদ কুষ্টিয়া জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রাশেদুজ্জামান এবং সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেক এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গত বৃহস্পতিবার ২৬ জুন ২০২৫ দুপুর ১২.৩০ মিনিটে মোঃ তানভীর আহমেদ রয়েলকে সভাপতি এবং মোঃ হারুন অর রশিদ (সাধক হারুন) কে সাধারণ সম্পাদক করে এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সাংগঠনিক সম্পাদক মোঃ সোলায়মান কবির, দপ্তর সম্পাদক মোঃ আজাহারুল ইসলাম পাপ্পু ।
কুমারখালী উপজেলা শাখার গণঅধিকার পরিষদের ৬১ সদস্যের এক বছরের জন্য আংশিক কমিটি ঘোষণা একাধিক নেতা এই কুষ্টিয়া কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করেন।
আগামী ৬ মাসের মধ্যে তাদের অধীনস্থ সকল কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।







