ধর্ম

কুমারখালীতে জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার ও আলোচনা সভা

মাহমুদ শরীফ, কুষ্টিয়ার কুমারখালীতে বাংলাদেশে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশিষ্ট ব্যক্তি ও রাজনীতিবীদদের সম্মানে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে কুমারখালী উপজেলা শাখার আয়োজনে স্থানীয় আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে এ ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কুমারখালী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আফতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম। উপজেলা জামায়াতের সেক্রেটারী মামুন অর রশীদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী সোহরাব উদ্দিন, জেলা কর্মপরিষদ সদস্য কামারুজ্জামান মিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমারখালী উপজেলা শাখার নায়েবে আমীর আফজাল হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব লুৎফর রহমান, পৌর বিএনপির আহবায়ক হাজী মনোয়ার হোসেন, জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট শাতিল মাহমুদ, ইয়থ ডেভলপমেন্ট ফোরামের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল প্রমূখ। উল্লেখ্য, কুমারখালীতে বিশিষ্ট ব্যক্তি ও রাজনীতিবীদদের সম্মানে এই প্রথম এজাতীয় আড়ম্বর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হলো।