ধর্ম

দৌলতপুরে জামায়াতে ইসালামীর কর্মী সমাবেশ অনুষ্টিত

মাহমুদ শরীফ : কুষ্টিয়ার দৌলতপুরে বাংলাদেশ জামায়াতে ইসালামীর কর্মী সমাবেশ অনুষ্টিত হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৩টার সময় উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের শশীধরপুর হাই স্কুল মাঠ প্রঙ্গনে এ কর্মী সমাবেশ পবিত্র কোরয়ান তেলওয়াতের মাধ্য দিয়ে শুরু হয়। কোরয়ান তেলওয়াত করেন মাওলানা মোহাঃ ফজলুল করিম।
কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন দৌলতপুর আসনের জামায়াত সংসদ সদস্য মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা মোহাঃ বেলাল উদ্দিন।  সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা আমীর কেন্দ্রিয় মজলিশে শুরা সদস্য অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবুল হাশেম । বিশেষ অতিথি ছিলেন জেলা নায়েবে আমীর ভেড়ামারা মিরপুর আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আব্দুল গফুর। আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাধারণ সম্পাদক সুজা উদ্দিন জোয়াদ্দার, শিবির জেলা সভাপতি খাঁজা আহমেদ। এছাড়াও স্থানীয় জামায়াত নেতাদের মধ্যে ছিলেন মিজানুর রহমান রিংকু, রাশেদুল ইসলাম বিপ্লব, মোস্তাফিজুর রহমান বুলবুল, উপজেলা জামায়াতের সহ সাধারণ সম্পাদক মোহাঃ এনামুল হক মাস্টার, সাধারণ সম্পাদক ডাঃ আব্দুল্লাহ আল নোমান প্রমূখ।
এসময় প্রধান অতিথি জামায়াতের প্রার্থীকে পরিচয় করিয়ে দিয়ে বলেন, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গঠনের জন্যই জামায়াত কে ভোট দিয়ে বিজয়ী করতে হবে