2 December 2024 , 7:33:13 প্রিন্ট সংস্করণ
গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসু সাবেক ভিপি নূরুল হক নূর বলেছেন, বাংলাদেশের ইতিহাসে ৫৩ বছরের মধ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে সর্বোচ্চ জনসমর্থন পাওয়া সরকার। তিনি দাবি করেন, দেশের সব রাজনৈতিক দল, ডান-বাম, বিএনপি, জামাত, এই সরকারকে সমর্থন দিয়েছে।
রোববার (১ ডিসেম্বর) পটুয়াখালী জেলা শাখা আয়োজিত ‘জুলাই বিপ্লব ও নতুন বাংলাদেশ বিনির্মাণে জন আকাঙ্ক্ষার রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
নূরুল হক নূর আরও বলেন, ‘বর্তমান সরকারের প্রতি জনগণের সমর্থন খুবই দৃঢ়, তবে পরিস্থিতি সঠিকভাবে মোকাবেলা করা না হলে ক্ষোভও বাড়ছে।’
বক্তব্যে তিনি আরও বলেন, “বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল নয় এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এ পরিস্থিতিতে জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি হচ্ছে। প্রশাসনের মধ্যে কিছু সদস্য আবার অবৈধ কাজের দিকে ঝুঁকছে, সেজন্য সরকারকে আরও সতর্ক হতে হবে।”
নূরুল হক নূর বলেন, “চাঁদাবাজি ও মাফিয়া দমনে সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে, কিন্তু তাদের আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় তারা দ্রুত নির্বাচন চাইছে যাতে পুনরায় ক্ষমতায় এসে ফ্যাসিবাদী শাসন কায়েম করতে পারে।”
তিনি আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে বলেন, “সরকারের যে-সব পদক্ষেপ জনগণের জন্য কার্যকর নয়, সেগুলোর প্রতি জনগণের অসন্তোষ বাড়ছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির সাথে সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির অভাবেও সাধারণ মানুষের মনে ক্ষোভ জমা হচ্ছে।”
সভায় গণ অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক নজরুল ইসলাম লিটু সভাপতিত্ব করেন। এছাড়া, জেলা, উপজেলা এবং ইউনিট নেতৃবৃন্দ সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভার শেষে শহরের শতাধিক সনাতনী পরিবার নূরুল হক নূরকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে গণ অধিকার পরিষদে যোগ দেন।