4 September 2023 , 12:29:22 প্রিন্ট সংস্করণ
ফেসবুকের বন্ধু তালিকায় পরিচিতদের পাশাপাশি পরিবারের সদস্য বা আত্মীয়রাও যুক্ত থাকেন। এতে কারা কারা আছেন তারাও দেখতে পারেন।
এ সুবিধা কাজে লাগিয়ে অনেকে প্রয়োজন ছাড়াই অন্যের পরিচিত ব্যক্তিদের বন্ধুত্বের অনুরোধ পাঠিয়ে থাকেন। এতে মাঝেমধ্যেই বিব্রতকর সমস্যার মুখোমুখি হতে হয়।
ফেসবুকে বন্ধু তালিকা লুকিয়ে রাখার জন্য কম্পিউটার থেকে ফেসবুকের সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে প্রবেশ করে সেটিংস নির্বাচন করতে হবে।
এরপর প্রাইভেসি নির্বাচন করে ‘হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ’ থেকে ‘হু ক্যান সি ইয়োর ফ্রেন্ড লিস্ট’ ক্লিক করতে হবে।
এবার ডানে থাকা এডিট অপশনে ক্লিক করলেই ‘পাবলিক’, ‘ফ্রেন্ডস’, ‘অনলি মি’সহ বিভিন্ন অপশন পাওয়া যাবে।
অনলি মি অপশন নির্বাচন করলে ফেসবুকে আপনার বন্ধু তালিকা কেউ দেখতে পারবেন না।