বিজ্ঞান ও প্রযুক্তি

যেভাবে প্রথম বৈদ্যুতিক ঘটনা আবিষ্কার হয়েছিল

বিদ্যুতের আবিষ্কারকের কথা বললে অনেকের নাম আসবে- বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, উইলিয়াম গিলবার্ট, মাইকেল ফ্যারাডে, টমাস আলভা এডিসন। এগুলোর সবই আবিষ্কার হয়েছে গত সাড়ে তিন শ’ বছরে। কিন্তু প্রথম বৈদ্যুতিক ঘটনা আবিষ্কার হয়েছে খিষ্ট্রের জন্মেরও আগে।

থ্যালেসকে বলা হয় পৃথিবীর প্রথম বিজ্ঞানী।খ্রিষ্টের জন্মের ৬০০ বছর আগের কথা। থ্যালেস একদিন অ্যাম্বর নামে এক ধরনের পাথর নিয়ে কাজ করছিলেন। তিনি পাথরটাকে মসৃণ করার জন্য রেশমি কাপড় দিয়ে ঘষছিলেন। হঠাৎ লক্ষ্য করলনে ঘষা পাথরটি পাখির পালককে আকর্ষণ করছে।

অনেক ভেবেচিন্তে থ্যালেস নিশ্চিত হলেন, রেশমি কাপড়ে ঘষার কারণে বিদ্যুৎ তৈরি হয়েছে অ্যাম্বরে। বিদ্যুৎ বলে যে একটা শক্তি আছে- এ ঘটনার মাধ্যমেই সেটা আবিষ্কার হলো।

পাইন গাছের আঠাকে আমরা রজন বলে চিনি। এই রজন দীর্ঘদিন মাটির নিচে পড়ে থাকলে ফসিল পাথরে পরিণত হয়। ভারি সুন্দর সেই পাথর। বাজারে ভালো দামও আছে। এই ফসিল পাথরকেই অ্যাম্বর বলে।

%d bloggers like this: