বিজ্ঞান ও প্রযুক্তি

এবার ইন্টারনেট ছাড়াই দেখা যাবে ইউটিউব

এবার ইন্টারনেট ছাড়াই দেখা যাবে ইউটিউব

এই যুগে কমবেশি সব ঘরেই রয়েছে স্মার্টফোন। আর সেখানে যে অ্যাপটি ছাড়া ফোন অচল সেটি হল ইউটিউব। হাসির ভিডিও থেকে শুরু করে প্রিয় শিল্পীর গান-সহ একাধিক কন্টেন্ট দেখার জন্য ইউটিউব খোলেন স্মার্টফোন ইউজাররা। এই ইউটিউব একটানা দেখতে গিয়ে একগাদা ডেটা খরচও হয়। তাই আজ এমন পদ্ধতি আলোচনা করা হল যার মাধ্যমে ইন্টারনেট ছাড়াই চালানো যাবে ইউটিউব।

ইউটিউব অফলাইন কীভাবে কাজ করে?

নেট অন করে যদি ইউটিউব চালান তাহলে অনেক ডেটা খরচ হয়। কিন্তু, যদি অফলাইন মোড রাখেন তাহলে বেশি ডেটা খরচ হবে না। এবং আপনি যখন খুশি সেই ভিডিও চালাতে পারবেন। বহু মানুষ আছেন যারা কিছু গান বারবার ধরে শুনতে ভালোবাসেন। আবার কিছু ভিডিও রয়েছে যা বারবার দেখতে ভালো লাগে।

এই সব ভিডিও বারবার দেখার জন্য ইন্টারনেট খরচ কেন করছেন? ওই ভিডিওর নীচেই থাকবে একটি ডাউনলোড অপশন। যেখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। তারপর অফলাইনে সেই ভিডিও যতখুশি দেখা যাবে।

কীভাবে ইউটিউব ভিডিও অফলাইনে চালাবেন?

* ইউটিউব খুলে সেই ভিডিও চালান যেটা অফলাইন মোডে সেভ করতে চান।

* তারপর একটি ডাউনলোড অপশন থাকবে ঠিক ভিডিওর নীচে সেখানে ক্লিক করতে হবে।

* আপনি কেমন কোয়ালিটিতে ভিডিও সেভ করতে চান তার অপশন আসবে। কম (144p), মাঝারি (360p) এবং বেশি (720p) অপশন পাওয়া যাবে।

* ভিডিও কোয়ালিটি যত বেশি হবে ডাউনলোড করতে তত বেশি ইন্টারনেটের প্রয়োজন হবে। একবার ডাউনলোড হয়ে গেলে যেখানে খুশি, যখন খুশি চালানো যাবে সেই ভিডিও।

কতগুলি অফলাইন ইউটিউব ভিডিও সেভ করা যাবে?

ইউটিউব অফলাইন মোডে যে ভিডিওগুলি ডাউনলোড করবেন সেগুলি আপনার ফোনের ইন্টার্নাল স্টোরেজে সেভ হবে। অর্থাৎ ফোনের যে স্পেস রয়েছে তা ব্যবহার হবে। তাই ডাউনলোড করার ক্ষেত্রে কোনও সীমাবদ্ধতা নেই। আপনি যতখুশি ভিডিও অফলাইন মোডে সেভ করতে পারবেন। তবে এর জন্য ফোনে স্টোরেজ থাকা জরুরি।

এছাড়াও আরও একটি উপায় রয়েছে যার জন্য আপনাকে মাসিক সাবস্ক্রিপশন ফি দিতে হবে। এটি হল ইউটিউব প্রিমিয়াম। এখানে স্মার্ট ডাউনলোড ফিচারও পাওয়া যাবে। ইউটিউব প্লেলিস্টে যোগ হয়ে যাবে ভিডিও। তা অফলাইনে দেখতে পাবেন। ভিডিওর পাশাপাশি ইউটিউব মিউজিকও ডাউনলোড করা যাবে।

আরও খবর

Sponsered content