বিজ্ঞান ও প্রযুক্তি

এবার গ্রামীণফোনে ৩০ টাকার নিচে রিচার্জ বন্ধ

রিচার্জের সর্বনিম্ন সীমা বাড়িয়েছে দেশের অন্যতম মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন। এখন থেকে এ অপারেটরের গ্রাহকদের সর্বনিম্ন ৩০ টাকা রিচার্জ করতে হবে।আগে সর্বনিম্ন ২০ টাকা রিচার্জ করা যেত। গ্রাহকদের এসএমএস দিয়ে বিষয়টি জানিয়ে দিচ্ছে গ্রামীণফোন।

গ্রাহকের কাছে পাঠানো এসএমএসে গ্রামীণফোন বলছে, আগামী ১০ জানুয়ারি থেকে সর্বনিম্ন রিচার্জ অ্যামাউন্ট ৩০ টাকা করা হবে। তবে ৩০ টাকার নিচের রিচার্জ অফার এবং স্ক্র্যাচকার্ড আগের মতো ব্যবহার করা যাবে।

গ্রামীণফোনের হেড অব এক্সটার্নাল কমিউনিকেশন মুহাম্মদ হাসান বলেন, ‘আমাদের বিভিন্ন প্রোডাক্টের সুবিধা সরলীকরণ করার অংশ হিসেবে ফ্লেক্সিলোডের সর্বনিম্ন রিচার্জ ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে ৩০ টাকার কমে সুলভ মূল্যে সব রিচার্জ কার্ড আগের মতোই চালু থাকবে। তবে গ্রামীণফোনের এ সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছেন গ্রাহকরা। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে তারা সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাচ্ছেন। এ নিয়ে ফেসবুকে সরব গ্রাহকরা।

আরও খবর

Sponsered content

%d bloggers like this: