খেলাধুলা

যে কৌশলের কথা জানালেন সাকিব জেতার জন্য

যে কৌশলের কথা জানালেন সাকিব জেতার জন্য

পাকিস্তান-নেপাল ম্যাচের মধ্য দিয়ে আজ শুরু হয়েছে এশিয়া কাপের ১৬তম আসর। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নেপালকে গুঁড়িয়ে দিয়ে ২৩৮ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে পাকিস্তান। আগামীকাল বৃহস্পতিবার শ্রীলংকার পাল্লেকেল্লে স্টেডিয়ামে আসরের দ্বিতীয় ম্যাচে লংকানদের মুখোমুখি হবে বাংলাদেশ।

শ্রীলংকা ম্যাচের আগের দিন বুধবার বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান কিছু কৌশলের কথা জানালেন। তিনি বলেন, ‘আমরা একটা বিভাগের ওপর নির্ভর করে জিততে চাই না। সব বিভাগে যদি ভালো খেলি… সেটা পেস বোলিং হতে পারে, স্পিন বোলিং হতে পারে, ব্যাটিং হতে পারে, ফিল্ডিংয়েও হতে পারে…তাহলেই জেতা যাবে।

তিনি আরও বলেন, ‘এই চার জায়গায় ভালো করলেই জেতার সম্ভাবনা থাকবে। আমরা ওটাই করতে চাই, অলরাউন্ড ক্রিকেট খেলতে চাই। আমরা সব দিক দিয়ে ওদের চেয়ে ভালো খেলে জিতব।

সাকিব বলেন, ‘শ্রীলংকার মাটিতে তাদের হারানো কঠিন। ওদের যারা এলপিএলে ভালো করেছে তারাই এসেছে। কাউকে ছোট করে দেখার সুযোগ নেই। ওরা মুখিয়ে থাকবে ভালো করার জন্য।

আরও খবর

Sponsered content