আন্তর্জাতিক

আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাপুয়া নিউগিনি

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ পাপুয়া নিউগিনিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৫। দেশটির স্থানীয় সময় মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ৮টা ৪৬ মিনিটে উত্তরাঞ্চলীয় উপকূলে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে।

বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।প্রতিবেদনে বলা হয়েছে, উপকূল থেকে প্রায় ২০ কিলোমিটার (১২ মাইল) দূরে আঘাত হানে ভূমিকম্পটি। এর মাত্রা ৬.৫ ছিল বলে জানায় মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)।

তবে সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি। ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ভূপৃষ্ঠ থেকে আনুমানিক ১২ কিলোমিটার গভীরতায় ছিল বলে শনাক্ত করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কম্পনের পরই আতঙ্কিত হয়ে লোকজন ঘরবাড়ি থেকে বেরিয়ে আসে। অন্যদিনে এক বুলেটিনে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ‘ভূ-কম্পনের জেরে সুনামি হওয়ার কোনো সম্ভাবনা নেই।

আরও খবর

Sponsered content

%d bloggers like this: