Uncategorized

নায়িকা পপি কোথায় জেনেও অনেকে চুপ

নায়িকা পপি কোথায় জেনেও অনেকে চুপ

শুটিংয়েও নেই, খবরেও নেই। তাহলে কোথায় আছেন চিত্রনায়িকা পপি? ঢালিপাড়ার আড্ডা মাতিয়ে রাখা সেই নায়িকার কোনো খোঁজ নেই কারো কাছেই। খুব কাছের দু–একজন ছাড়া কেউই জানেন না পপি কোথায়। যারা জানেন, তারাও আবার মুখে কুলুপ এঁটে রেখেছেন। পপির বিষয়ে কেউ কিছু বলতে একেবারেই নারাজ।

গত তিন বছর ধরে কোথাও দেখা যাচ্ছে না পপিকে। এই নায়িকা আড়ালে যাওয়ার পর বিনোদন পাড়ায় চাউর হয়, তিনি নাকি বিয়ে করে সংসার করছেন, এমনকি মা–ও হয়েছেন। এত কথা ছড়ানোর পরও ক্যামেরার সামনে পাওয়া যায়নি পপিকে।

ঢাকাই চিত্রনায়িকা মৌসুমীর ফুপাতো বোন পপি। সেই সূত্রে ওমর সানীর শ্যালিকা তিনি। কিন্তু মৌসুমীর পরিবারও জানে না কোথায় আছেন পপি। তবে পপির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত একজন নাম প্রকাশ না করার শর্তে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এখন মিডিয়ার সামনে আসতে চাইছেন না পপি।

আরেকজন জানিয়েছেন, সংসার নিয়ে সুখে আছেন এই চিত্রনায়িকা। তাকে খুঁজে কোনো লাভ নেই। সময় হলে পপি নিজেই প্রকাশ্যে আসবেন।পপির আরেক ঘনিষ্ঠজন জানিয়েছেন, তার সঙ্গে সঙ্গে পপির কথা হয়েছে। কিন্তু সে কী করছে, কোথায় আছে—এসব জানাতে নারাজ এই ব্যক্তি।

আরও খবর

Sponsered content