আন্তর্জাতিক

আবারও নির্বাচন পর্যন্ত ট্রাম্পের সাজা ঘোষণা পেছালো

পর্ণ তারকাকে ঘুষ দেয়ার মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাজা ঘোষণা নির্বাচন পর্যন্ত পিছিয়ে দেয়া হয়েছে।

স্থানীয় সময় গতকাল শুক্রবার (৬ সেপ্টেম্বর) এই সিদ্ধান্ত দেন নিউইয়র্কের একটি আদালতের বিচারক জুয়ান মার্চান।

সাজা ঘোষণার দিন ২৬ নভেম্বর পর্যন্ত পিছিয়ে দেন তিনি। বিচারকের যুক্তি, নির্বাচনকে কেন্দ্র করে

কেউ যাতে প্রভাব খাটাতে না পারে সেজন্য পেছানো হয়েছে সাজা ঘোষণার দিন।

এর আগে, ১৮ সেপ্টেম্বর সাজার দিন ধার্য করা হয়েছিলো। যা নির্বাচন পর্যন্ত পিছিয়ে দিতে আদালতে আবেদন করেন ট্রাম্পের আইনজীবীরা।