7 November 2023 , 3:50:26 প্রিন্ট সংস্করণ
চুল নরম করতে ঘরেই তৈরি করতে পারেন কয়েকটি প্যাক। এ ছাড়া চুল পড়া, আগা ফেটে যাওয়া ও খুশকির সমস্যাও কাটাতে এগুলো কাজে আসে।
ক্যাস্টর অয়েল+নারকেল তেল
সমপরিমাণ ক্যাস্টর অয়েল ও নারকেল তেল মিশিয়ে গোড়া থেকে আগা পর্যন্ত ধীরেসুস্থে মাখিয়ে নিন। শাওয়ার ক্যাপ পরে রেখে দিন ঘণ্টাখানেক। হালকা কোনো শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। শুকনো ও খসখসে চুলের জন্য এটি বেশ কার্যকর।
ডিম+ক্যাস্টর অয়েল
ডিম ফেটিয়ে তাতে ক্যাস্টর অয়েল মেশান। মিশ্রণটি চুলে লাগিয়ে রাখুন আধা ঘণ্টা। শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
টক দই+নারকেল তেল
টক দই ও নারকেল তেল মিশিয়ে নিন। মিশ্রণ চুলে লাগিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর শ্যাম্পু করে নিন। এটি প্রাকৃতিক কন্ডিশনারের কাজও করবে।
মেয়োনিজ+দই+ডিম
সমপরিমাণ মেয়োনিজ ও দই নিন। এ মিশ্রণে একটি ডিম ফেটিয়ে মেশান। ৪০ মিনিট রেখে দিন। হালকা কোনো শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
অলিভ অয়েল+লেবুর রস+নারকেলের দুধ
সব উপাদান মিশিয়ে নিন। মিশ্রণটি চুলে লাগিয়ে নিন ভালো করে। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।
ডিম+অলিভ অয়েল
পরিমাণমতো অলিভ অয়েলে একটি ডিম ফেটিয়ে মেশান। লাগানোর পর অপেক্ষা করুন ৪০ মিনিট। ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।
অ্যালোভেরা জেল+কাঠবাদাম তেল
দুটো উপাদান সমপরিমাণে নিয়ে চুলে লাগান। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।