জাতীয়

কিশোরগঞ্জে গুলিতে নিহত ২জন

অবরোধ চলাকালে কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের গুলিতে দুজন নিহত হয়েছে বলে দাবি করেছে বিএনপি।আজ মঙ্গলবার সকালে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারী এ দাবি করেন।

নিহতরা হলেন- ছাত্রদলকর্মী শেফায়েত উল্লাহ ও কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়ন কৃষকদল সভাপতি বিল্লাল মিয়া।স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নে আঞ্চলিক সড়কের অবস্থান নেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

পুলিশ বাধা দিলেও তারা সড়কে মিছিল করেন। এ সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। বিষয়ে বাজিতপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার রুখন উদ্দিন বলেন, কুলিয়ারচরে সংঘর্ষে শেফায়েত উল্লাহ নামে একজনের মরদেহ হাসপাতালে রয়েছে।

তিনি বড় ছয়সূতি গ্রামের কাওসার মিয়ার ছেলে।কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা গণমাধ্যমকে বলেন, বিএনপির সমর্থকরা মারতে এলে পুলিশ আত্মরক্ষায় গুলি ছুড়েছে।

আরও খবর

Sponsered content