লাইফ স্টাইল

মেকআপের পর ত্বক উজ্জ্বল দেখানোর কিছু কৌশল জেনেনিন

সারা বছর খুব বেশি সাজগোজ না করলেও যেকোন উৎসবে মেয়েরা বেশ সাজতে পছন্দ করেন। শাড়ির সঙ্গে মানানসই গয়না, চুলের স্টাইল তো করলেন। তবে সমস্যা দেখা দেয় মেকআপের ক্ষেত্রে। মেকআপ করলেই যেন ত্বকে রুক্ষ ভাব চলে আসে।

কী ভাবে মেকআপ করলে ত্বক উজ্জ্বল দেখাবে সে ব্যাপারে কিছু কৌশল জেনে রাখুন। যেমন-

১. প্রথমে পছন্দের স্ক্রাবার ব্যবহার করে মুখের মৃতকোষগুলি পরিষ্কার করে নিন, তার পর ভালো করে টোনার লাগান।

২. এ বার হাইলুরোনিক অ্যাসিডযুক্ত ফেস সিরাম ব্যবহার করুন। এতে ত্বকে স্বাভাবিক উজ্জ্বলতা আসবে।

৩. এখন হালকা ময়েশ্চারাইজ়ার লাগান। যাদের খুব রুক্ষ ত্বক, তারা ময়শ্চারাইজ়ারের সঙ্গে দু’ফোঁটা রোজ অয়েল ব্যবহার করতে পারেন।

৪. সারা মুখে সেটিং স্প্রে ব্যবহার করুন। প্রাইমার লাগিয়ে নিন। ত্বকের রন্ধ্রগুলি ঢেকে রাখতে ও মেকআপ বেশি ক্ষণ স্থায়ী করতে এই পদ্ধতিটি ভীষণ গুরুত্বপূর্ণ।

৫. ফাউন্ডেশন ব্যবহারের আগে স্ট্রব ক্রিম ব্যবহার করতে ভুলবেন না । চকচকে মেকআপ লুক তৈরি করার ক্ষেত্রে এই ধাপটি ভীষণ জরুরি। তার পর ত্বকের রঙের সঙ্গে মানানসই ক্রিম বেসড ফাউন্ডেশন ব্যবহার করুন।

৬. সেটিংয়ের জন্য ট্রান্সলুসেন্ট পাউডার ব্যবহার করুন। এতে ত্বক উজ্জ্বল দেখায়। এর পর তরল কিংবা জেল হাইলাইটার ব্যবহার করুন।

৭. চোখের মেকআপ সেরে লিপস্টিক পরে নিন। এ বার আবার সেটিং স্প্রে ব্যবহার করুন।