বিনোদন

এবার মুক্তি পাচ্ছে ‘ইতি চিত্রা’

রোমান্টিক ঘরানার সিনেমা ‘ইতি চিত্রা’। ভালোবাসার আবহ ফুটিয়ে তুলছে এই সিনেমার পোস্টার। এতে রাকিব হোসেন ইভোন ও জান্নাতুল রিতু নামে দুই নতুন মুখ এক সঙ্গে জুটিবদ্ধ হয়েছেন।

‘ইতি চিত্রা’র অফিশিয়াল ফেসবুক পেজে ৭ অক্টোবর সন্ধ্যা ৭টায় মুক্তি পেয়েছে এর পোস্টার। আগামী ২০ অক্টোবর সিনেমাটি মুক্তি পাচ্ছে বলে জানিয়েছেন এর পরিচালক ও প্রযোজকরা।

এ প্রসঙ্গে নির্মাতা রাইসুল ইসলাম অনিক বলেন, গল্পের প্রয়োজনেই দুই নতুন মুখকে নির্বাচন করা হয়েছে, আশা করছি ছবিটি ও নতুন জুটি প্রেক্ষাগৃহে দর্শকদের রোমান্টিক বিনোদন দিতে সক্ষম হবে।

সামনে টিজার এবং ট্রেলার মুক্তি পাবে। তখন দর্শক আমাদের কাজের ব্যাপারে একটা ভালো ধারণা করতে পারবে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন নরেশ ভূইয়া, ফরহাদ লিমন, শেখ স্বপ্না, মনিরুজ্জামান মনি, লোবা আহমেদ সোহানা শারমিন, বিটিশ বাবু, কামাল খান, তামিম ইকাবাল প্রমুখ।

সিনেমাটি প্রযোজনা করেছে উইনার ফিল্মস ও সঙ্গি প্রোডাকশনস, পরিবেশনা করছে অভি কথা চিত্র আর সিনেমাটির ডিজিটাল পার্টনার টাইগার মিডিয়া।