ভিন্ন স্বাদের খবর

একটি তোড়া ৭ হাজার ফুল দিয়ে তৈরি

সংযুক্ত আরব আমিরাতের আল আইন পৌরসভায় চলছে ফুল উৎসবে। সেখানে বিভিন্ন ধরন ও প্রজাতির সাত হাজার ফুল দিয়ে একটি দৃষ্টিনন্দন তোড়া তৈরি করা হয়েছে। বিশাল এই ফুলের তোড়াটি বিশ্বের সবচেয়ে বড় ফুলের তোড়া হিসেবে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নিয়েছে।

মধ্যপ্রাচ্যের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, আল আইন পৌরসভা এ ফুল উৎসবের আয়োজন করেছে। উৎসব চলবে ১৪ই মার্চ পর্যন্ত। এ উৎসব উপলক্ষে পৌরসভা কর্তৃপক্ষ বিশাল এক ফুলের তোড়া তৈরি করেছে।

তোড়াটি ৪৯টি মিটার চওড়া ও ৭ মিটার লম্বা।এতে ৭ হাজার প্রাকৃতিক ফুল রাখা হয়েছে।আল আইন পৌর কর্তৃপক্ষ বলেছে, আল আইন শহরের প্রতি পর্যটকদের আকৃষ্ট করতে এবং শহরটির প্রাকৃতিক সংস্কৃতি ছড়িয়ে দিতে এ তোড়াটি তৈরি করা হয়েছে।

আল আইন পৌর পার্কে এ উৎসব অনুষ্ঠিত হচ্ছে। পার্কজুড়ে ৪০টি ফুলের ভাষ্কর্য তৈরি করা হয়েছে। ছোট বড় ৩০টি ফুলের স্টল অংশ নিয়েছে এ উৎসবে।

এ ছাড়া পরিবার পরিজন নিয়ে অবসর কাটানোর জন্য এ পার্কের একাংশে শামিয়ানা তৈরি করা হয়েছে। দর্শনার্থীদের জন্য উল্লেখযোগ্য সংখ্যক খাবারের স্টলও অংশ নিয়েছে এ উৎসবে।

আরও খবর

Sponsered content

%d bloggers like this: