এক্সক্লুসিভ

কুষ্টিয়ার নয়া পুলিশ সুপার জসীম উদ্দিন

কুষ্টিয়ার নয়া পুলিশ সুপার জসীম উদ্দিন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সব ৬৪ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) পদায়নের প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। লটারির মাধ্যমে নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য এসব কর্মকর্তাকে নির্ধারণ করা হয়েছে। সেই মোতাবেক নারায়ণগঞ্জের পুলিশ সুপার জসীম উদ্দিন (পিপিএম) কে কুষ্টিয়া জেলার দায়িত্ব দেয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে জেলা পর্যায়ের পুলিশ প্রশাসনে এ ব্যাপক রদবদল করা হয়েছে। প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’য় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে ম্যানুয়াল লটারির মাধ্যমে ৬৪ জেলার জন্য এসপিদের চূড়ান্ত করা হয়।

এর আগে বিভিন্ন ব্যাচের পুলিশ ক্যাডার কর্মকর্তাদের নিয়ে একটি ‘ফিট লিস্ট’ তৈরি করে তাতে থেকে যোগ্যদের নির্বাচন করা হয় বলে জানা গেছে। নির্বাচন পরিস্থিতি ও ঝুঁকি বিবেচনায় দেশকে কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করে প্রতিটি শ্রেণির জন্য আলাদা লটারির আয়োজন করা হয়।

নতুন পদায়নের ফলে একাধিক জেলায় বর্তমান এসপিদের বদলি করা হয়েছে এবং কিছু জেলায় সম্পূর্ণ নতুন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী খুব শিগগিরই তারা নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়ে নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবেন।