14 August 2025 , 6:30:13 প্রিন্ট সংস্করণ
এখন আর স্লোগান নির্ভর রাজনীতিতে জনগণ আগ্রহী নয় উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণ এখন প্রচলিত রাজনীতির পরিবর্তন চাইছে।
মঙ্গলবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ‘যুব সমাজের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, প্রচলিত যে স্লোগান নির্ভর রাজনীতি, এটার দিন কিন্তু ফুরিয়ে গিয়েছে, ফুরিয়ে এসেছে। জনগণ কিন্তু এখন প্রচলিত রাজনীতির একটি পরিবর্তন চাইছে। জনগণের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রতিশ্রুতি নয়। বরং বিএনপি বিশ্বাস করে প্রতিশ্রুতির বাস্তবায়ন।
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ নিন। ভোট দিলে ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে।

