আন্তর্জাতিক

পাকিস্তানে পরপর দুই বোমা হামলা নিহত ২৬জন

পাকিস্তানে পরপর দুই বোমা হামলা নিহত ২৬জন

পাকিস্তানের দুই নির্বাচনী কার্যালয়ের পাশে বোমা হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে দেশটির বেলুচিস্তানের দুই শহরে পরপর এ দুই বোমা হামলা হয়। ঘটনা দুটিতে বহু মানুষ আহত হয়েছেন।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের খবরে বলা হয়, প্রথম বিস্ফোরণ হয় পিশিনে অবস্থিত স্বতন্ত্র প্রার্থী আসফান্দ্যার কাকারের নির্বাচনী কার্যালয়ের পাশে। পিশিনের জেলা প্রশাসক জুম্মা দাদ খান জানিয়েছেন, এ বিস্ফোরণে ১৪ জন নিহত হন ও ৩০ জন আহত হন।

প্রথম বিস্ফোরণের একটু পরই দ্বিতীয় বিস্ফোরণ হয় বেলুচিস্তানের অপর শহর কইলা সাইফুল্লাহতে। জেলা প্রশাসক ইয়াসির ইয়াসির বাজাজি বলেন, এ ঘটনায় ১২ জন আহত হয়েছেন। বিস্ফোরণটি জমিয়তে-উলামায়ে-ইসলামের (এফ) নির্বাচনী কার্যালয়ের পাশে ঘটেছে বলেও জানান

পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী গহর এজাজ কইলা সাইফুল্লাহয় বিস্ফোরণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি লেখেন, সাধারণ নির্বাচনের আগে জনগণকে ভোটাধিকার প্রয়োগ থেকে বিরত রাখতে এ বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। এ হামলা অত্যন্ত ভীরুতার পরিচয়।

শত্রুর অসৎ উদ্দেশ্যকে কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না। কইলা সাইফুল্লাহর বিস্ফোরণের ঘটনায় পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) নেতা রানা সানাউল্লাহ নিন্দা জানিয়েছেন।

পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি পিশিনের বিস্ফোরণের ঘটনায় নিন্দা জানিয়েছেন। তার বাবা, পিপিপি নেতা আসিফ আলি জারদারিও এ ঘটনার নিন্দা জানিয়েছেন।

আরও খবর

Sponsered content