ধর্ম

কুমারখালীতে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুষ্টিয়ার কুমারখালীতে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপৃর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৮ জুলাই শুক্রবার সকালে স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমারখালী উপজেলার ওলামা ও পেশাজীবি শাখা।

কুমারখালী উপজেলা ওলামা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা নুর মোহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আফজাল হোসাইন।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কুষ্টিয়া জেলা ওলামা পরিষদের সভাপতি, বিশিষ্ট তাফসীরকারক হাফেজ হযরত মাওলানা জুলফিকার আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমারখালী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আফতাব উদ্দিন, পৌর আমীর এ্যাডভোকেট মোহাম্মদ রবিউল ইসলাম।

উপজেলা ওলামা পরিষদের সেক্রেটারি আনিসুর রহমান শহীদের পরিচালনায় অন্যান্েযর মধ্েয বক্তব্য রাখেন মাওলানা আব্দুল মালেক, মাওলানা আব্দুস সালাম বীন ইউসুফ, মাওলানা আবুল কালাম আজাদ, আবুল আহসান শমসের, হাফেজ শহিদুল ইসলা, আব্দুল মালেক প্রমূখ।

মাওলানা আবু বকরের কন্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে কুমারখালী উপজেলার বিভিন্ন অঞ্চলের সহস্রাধিক ওলামা অংশগ্রহণ করেন। জুলাই অভ্যুত্থানে নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতার জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রধান আলোচক কুষ্টিয়া জেলা ওলামা পরিষদের সভাপতি হাফেজ হযরত মাওলানা জুলফিকার আলী।