রাজনীতি

কুমারখালীতে আমীরে জামায়াতের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান

কুমারখালী সংবাদদাতা,

কুষ্টিয়ার কুমারখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১লা আগস্ট শুক্রবার সকালে কুমারখালী শহরের আল-ফালাহ ইয়াতিমখানা মিলনায়তনে এ্ই দোয়া অনুষ্ঠানের আয়োজন করে জামায়াতে ইসলামীর কুমারখালী পৌরসভা শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমারখালী উপজেলা শাখার সেক্রেটারি মামুন অর রশিদ।
পৌর জামায়াতের আমীর এাডভোকেট রবিউল ইসলামের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন পৌরসভা জামায়াতে রাজনৈতিক সম্পাদক আকমল হোসেন মোল্লা, প্রশিক্ষন সম্পাদক অধ্যাপক শহিদুল ইসলাম, পৌরসভা বাংলাদেশ শ্রমিককল্যান ফেডারেশনের সভাপতি শফিকুল আলম, টিম সদস্য ডা. গোলাম মোস্তফা, নাজমুল হক, মাওলানা রবিউল্লাহ, হাফেজ আব্দুস সালাম বিন ইউসুফ, পৌর ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা মনোয়ার হোসেন ও পৌর জামায়াতের ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের নেতৃবৃন্দ।