জাতীয়

মুরাদনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর ঘটনায় মূল অভিযুক্ত গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও তার বিবস্ত্র ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় মূল অভিযুক্ত ফজর আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৯ জুন) ভোরে রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভিডিও ধারণ ও ছড়ানোর অভিযোগে আরও চারজনকে আটক করেছে পুলিশ। তারা সবাই কুমিল্লার মুরাদনগরের রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের পাঁচকিত্তা গ্রামের বাসিন্দা।

গ্রেপ্তারকৃতরা হলেন—ফজর আলী (ধর্ষণের মূল অভিযুক্ত), অনিক, সুমন, রমজান ও বাবু।

মামলার এজাহার অনুযায়ী, গত বৃহস্পতিবার (২৬ জুন) রাতে হোমনা থেকে বাবার বাড়ি বেড়াতে আসা এক নারীকে ফজর আলী কৌশলে ঘরে ঢুকে ধর্ষণ করেন। ঘটনার সময় আশপাশের কয়েকজন এসে ভুক্তভোগীকে বিবস্ত্র অবস্থায় দেখে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়, যা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে ধর্ষণের মামলা দায়ের করেন। দ্রুত অভিযান চালিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ মূল আসামিকে গ্রেপ্তার করে।

কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান জানান, ঘটনাটি অত্যন্ত জঘন্য ও লজ্জাজনক। ভিডিও ছড়ানোর অভিযোগে একটি আলাদা মামলার প্রক্রিয়াও চলমান রয়েছে। ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষাও সম্পন্ন হয়েছে।

আরও খবর

Sponsered content