অপরাধ বার্তা

সাপের দুর্গন্ধ নিয়ে দ্বন্দ্ব, আহত ৩

একটি বিষধর সাপ মারার পর পুড়িয়ে ধ্বংস করছিলেন কয়েকজন। তবে বাড়ির পাশে সাপ পোড়ালে দুর্গন্ধে টিকা দায়। তাই বাড়ির পাশে সাপ পোড়াতে নিষেধ করায় প্রথমে বাগবিতন্ডা। পরে হামলায় তিনজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কুষ্টিয়ার কুমারখালীর সদকী ইউনিয়নের বড় মালিয়াট গ্রামে সোমবার রাতে ঘটে এ ঘটনা। আহতরা হলেন- বড় মালিয়াট গ্রামের মৃত সামেদ প্রামাণিকের ছেলে মনিরুল ইসলাম (৪৫), ইমাম আলীর ছেলে খোরশেদ আলী (৩০) ও মোঃ স্বপন (৩৭)। তারা কুমারখালী উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিন গিয়ে দেখা যায়, মনিরুল, খোরশেদ ও স্বপন চিকিৎসাধীন। তাঁদের মাথায় ও হাতে ব্যান্ডস করা। এসময় মনিরুলের স্ত্রী নাছিমা খাতুন বলেন, স্থানীয় সবুজ হোসেন ও রিফাত হোসেনসহ ১০-১৫ জন গত সোমবার রাত সাড়ে ৭টার দিকে আমাদের বাড়ির পাশে একটি সাপ মেরে পুড়াতে থাকে। এতে বাতাসের সঙ্গে বাড়িতে দুর্গন্ধ আসে। আমার স্বামী মনিরুল ইসলাম সাপ পোড়াতে নিষেধ করলে একপর্যায়ে বাগবিতন্ডা হয়। পরে রাত ৮টার দিকে আমার স্বামী, বড় মালিয়াট গ্রামের সবজু, রেজাউল, রিফাতসহ বেশ কয়েকজনের ওপর হাতুড়ি, বাঁশের লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। আমার ভাসুর ঈমান আলী ও তার ছেলে খোরশেদ আলী স্বামীকে বাঁচাতে গেলে তাদেরও মারধর করে আহত করা হয়। আহত মনিরুল ইসলাম বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে হত্যার উদ্দেশ্যে আমাদের উপর হামলা চালিয়েছে প্রতিপক্ষরা। থানায় মামলা করা হবে। তবে ঘটনার পর থেকেই অভিযুক্তরা গা ঢাকা দেওয়ায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) সোলাইমান শেখ বলেন, সাপ পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

Sponsered content