রাজনীতি

কুমারখালীর পান্টিতে জামায়াতে ইসলামীর দাওয়াতী সমাবেশ অনুষ্ঠিত

কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা :

কুষ্টিয়ার কুমারখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ‍্যোগে দাওয়াতী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২২ এপ্রিল মঙ্গলবার বিকেলে পান্টি কলেজ মাঠে আয়োজিত উক্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস‍্য, কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ‍্যাপক মাওলানা আবুল হাশেম।
পান্টি ইউপি জামায়াতের আমীর হাফেজ সাইদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদ‍স‍্য কামারুজ্জামান মিয়া, কুমারখালী উপজেলা জামায়াতের আমীর আফতাব উদ্দিন ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর (এমপি নমিনী) জননেতা আফজাল হোসাইন ও জেলা ইউনিট সদ‍স‍্য সাবেক সফল ইউপি চেয়ারম্যান মাওলানা সামসুদ্দিন আহমেদ।
পান্টি ইউপি জামায়াতের নায়েবে আমীর ডাক্তার আব্দুস সালামের পরিচালনায় অন‍্যান‍্যের মধ‍্যে বক্তব‍্য রাখেন কুমারখালী উপজেলা জামায়াতের সেক্রেটারী মামুন অর রশীদ, উপজেলা ইসলামী ছাত্র শিবিরের কুষ্টিয়া জেলা সভাপতি খাজা আহমেদ , কুমারখালী উপজেলার সাবেক সভাপতি আমির হোসেন জুয়েল, ইউপি জামায়াতের সেক্রেটারি আনিছুর রহমান, যদুবয়রা ইউপি আমীর হাফেজ তৌহিদুর রহমান, বাগুলাট ইউপি আমীর জিল্লুর রহমান, জেলা শিবিরের দপ্তর সম্পাদক ইমরান হোসেন, গবরা চাঁদপুর ইউপি আমীর সদর উদ্দিন প্রমূখ।
উল্লেখ্য কুমারখালী উপজেলার দক্ষিণাঞ্চলের পান্টি কলেজ মাঠের এই সমাবেশে বিপুল সংখ্যক জামায়াতের নেতা কর্মীর উপস্থিতি ঘটে। এর আগে এমপি নমিনী আফজাল হোসাইন বিশাল মটর সাইকেল বহর নিয়ে উপজেলার দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন।

আরও খবর

Sponsered content