ভিন্ন স্বাদের খবর

আবারও তাস দিয়ে ৫৪ তলা বাড়ি তৈরি করে গিনেস রেকর্ড

পিচবোর্ডের বাইরে ৮ ঘণ্টায় ৫৪ তলা বাড়ি তৈরি করে নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন এক মার্কিন নাগরিক। রেকর্ডটি তৈরি করেন একজন বিখ্যাত আমেরিকান কার্ড স্ট্যাকিং শিল্পী এবং স্থপতি ব্রায়ান বার্গ।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস একটি ফটো এবং ভিডিও শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামে কার্ডবোর্ডের বাইরে একটি বাড়ি তৈরির ব্রায়েনবার্গের একটি ভিডিও শেয়ার করেছে।

ভিডিওতে ব্রাইনবার্গকে কোনো আঠা বা সুতো ব্যবহার না করেই কার্ডবোর্ডের বাইরে একটি ৫৪-তলা বাড়ি তৈরি করতে দেখা যায়।বরাদ্দ সময়ের মধ্যে কার্ড দিয়ে ৫৪-তলা বাড়ি তৈরি শেষে ব্রাইনবার্গ তার মোবাইল ফোনটি বাড়ির ওপরে রাখেন, যা তার ওজনের কারণে ভেঙে যেতে পারে।

তবে এটি এত দক্ষতার সাথে তৈরি করা হয় যে, মোবাইল ফোনটি স্থির থাকে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পক্ষ থেকে এ ভিডিওটি শেয়ার করার সময় ক্যাপশনে ব্রায়ান বার্গকে তার নতুন রেকর্ডের জন্য অভিনন্দনও জানানো হয়েছে।

আরও খবর

Sponsered content