আন্তর্জাতিক

বাঁধ ভেঙে সৃষ্ট বন্যায় ৬০ জনের মৃত্যু

সুদানে ‘আরবাত’ বাঁধ ভেঙে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ বহু সুদানিজ। মঙ্গলবার (২৭ আগস্ট) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, বর্তমানে তল্লাশি অভিযান চলছে, তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরবাত বাঁধের ধারণক্ষমতা ২৫ মিলিয়ন কিউবিক মিটার এবং এটি উপকূলীয় শহর পোর্ট সুদানে অবস্থিত, যেখানে সামরিক সরকারের অবস্থান। দীর্ঘ ১৬ মাসের গৃহযুদ্ধের কারণে বিধ্বস্ত হওয়ার পর সুদান এখন প্রবল বর্ষা এবং বন্যার সম্মুখীন হচ্ছে। বাঁধ ভাঙার কারণে স্থানীয় খামার এবং গ্রামগুলিকে ভেসে গিয়েছে।

স্থানীয় বাসিন্দা আলি ইসা বার্তা সংস্থা এএ ফপি’কে বলেছেন যে বহু বাসিন্দা সাতটি গাড়িতে আটকে ছিল। বাঁচানোর বহু চেষ্টার পরও কাউকে বাঁচানো যায়নি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় গত রোববার, ভারী বৃষ্টিপাতের কারণে পোর্ট সুদান শহর থেকে ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত আরবাত বাঁধ ভেঙে যায়।

আর তাতেই তৈরি হয় বন্যা। ধ্বংস হয়েছে অন্তত ২০টি গ্রাম। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৫০ হাজার মানুষের বাড়িঘর।