14 August 2024 , 4:23:41 প্রিন্ট সংস্করণ
আবাসন প্রকল্পের অধীনে পাকা বাড়ি নির্মাণের জন্য সরকারের বরাদ্দের টাকা আসে ব্যাংকে। আর সেই টাকা তুলে স্বামী-সংসার ছেড়ে প্রেমিকের হাত ধরে পালালেন ১১ গৃহবধূ। ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের মহারাজগঞ্জের। এ ঘটনায় ওই গৃহবধূদের বিরুদ্ধে থানায় প্রতারণার অভিযোগ করেন তাদের স্বামীরা।
সম্প্রতি মহারাজগঞ্জের বেশ কয়েকটি গ্রামের ২ হাজার ৩৫০ জন সরকারের আবাসন প্রকল্পের আওতায় প্রথম কিস্তির টাকা পান। সবাই ৪০ হাজার করে টাকা পান।আর সেই টাকা পাওয়ার পরে তা হাতিয়ে নিয়ে বাড়ি ছাড়েন কমপক্ষে ১১ জন গৃহবধূ। সবাই প্রেমিকের সঙ্গে পালিয়েছেন বলে অভিযোগ ওঠে।
ঘটনাটি জানাজানি হলে পরে স্থানীয় প্রশাসন ওই জেলায় সরকারের বরাদ্দের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। তবে এই ঘটনা সম্পর্কে সরকারি ভাবে কেউই মুখ খোলেননি।উল্লেখ্য, আবাসন প্রকল্পের অধীনে দরিদ্র এবং মধ্যবিত্ত পরিবার পাকা বাড়ি নির্মাণের আর্থিক সুবিধা পায়।
কেন্দ্রীয় সরকারের থেকে এ টাকা পায় তারা। আয়ের ভিত্তিতে সর্বাধিক আড়াই লাখ টাকা পর্যন্ত ভর্তুকি দেয় নরেন্দ্র মোদি সরকার। নিয়ম অনুযায়ী, যদি আবেদনে কোনো অসঙ্গতি থাকে তবে সুবিধাভোগীদের থেকে টাকা ফেরত নিয়ে নিতে পারে সরকার।