শিক্ষা

বৃষ্টির মধ্যেই আগামীকাল খুলছে প্রাথমিক স্কুল

২০ দিনের ছুটি শেষে আগামীকাল বুধবার থেকে খুলছে প্রাথমিক স্কুল। এর আগে, গত ১৩ জুন থেকে চলতি বছরের ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়।

অন্যদিকে, শিখন ঘাটতি পোষাতে মাধ্যমিকে ঘোষিত ছুটি কমিয়ে আনা হয় এক সপ্তাহ। গত ২৬ জুন থেকে খুলে দেওয়া হয় স্কুল-কলেজ। তবে প্রাথমিকে পূর্বঘোষিত ছুটি বহাল রাখা হয়।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল, মন্ত্রণালয়ের অধীন নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে এবারের গ্রীষ্মের ছুটি কমানো হয়েছে। ২ জুলাই পর্যন্ত এই ছুটি থাকার কথা ছিল।

নতুন সিদ্ধান্ত, ২৬ জুন থেকে খুলে দেওয়া হবে শিক্ষাপ্রতিষ্ঠান। তবে শুক্রবারের পাশাপাশি শনিবারও সাপ্তাহিক ছুটি থাকবে।এদিকে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারাদেশে বৃষ্টির পরিমাণ বেড়েছে।

দেশের সব বিভাগেই বৃষ্টি হচ্ছে। রাজধানীতে গত রবিবার রাত থেমে থেমে বৃষ্টি হয়েছে। গতকাল সোমবার ভোর থেকে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। যা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।