3 June 2024 , 6:13:19 প্রিন্ট সংস্করণ
জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে নতুন সুবিধা যুক্ত হচ্ছে। এখন থেকে এক মিনিটের দীর্ঘ ভয়েস নোট স্ট্যাটাসে দিতে পারবেন। সেখানে আপনি আপনার গাওয়া কোনো গান বা মনের কথা শেয়ার করতে পারবেন।
অ্যানড্রয়েড এবং আইওএস, দুই মাধ্যমেই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের এই আপডেট যুক্ত হয়েছে। সব ব্যবহারকারীই এই ফিচারের পরিষেবা পাবেন।হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে আগে ৩০ সেকেন্ডের ভয়েস নোট শেয়ার করা যেত।
তবে ব্যবহারকারীদের মধ্যে থেকে দাবি উঠেছিল সময়সীমা বাড়ানোর। অবশেষে ব্যবহারকারীদের সেই দাবি মেনেই নতুন সুবিধা চালু করেছে অ্যাপ কর্তৃপক্ষ।হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ওয়েবিটাইনফো জানিয়েছে, এই নতুন আপডেট হোয়াটসঅ্যাপের সব ব্যবহারকারীদের জন্যই চালু হয়েছে।
এছাড়া আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস কে বা কারা দেখতে পাবেন এবং কারা পাবেন না তা বেছে নেয়ার সুযোগ রয়েছে আপনার হাতে।