বিনোদন

শত বছর আগের মুদ্রা ১২ কোটিতে বিক্রি

শত বছর আগের মুদ্রা ১২ কোটিতে বিক্রি

ডেনমার্কে ১৮৫২ সালে জন্মগ্রহণ করেন লার্স এমিল ব্রুন নামে এক ব্যক্তি। ডেইরি ফারমের মাধ্যমে ধনকুবের বনে যান তিনি। পাশাপাশি তিনি ডেনমার্ক, নরওয়ে ও সুইডেন থেকে বিভিন্ন ব্যাংক নোট, টোকেন, মেডেল ও মুদ্রা সংগ্রহ করতেন।

এর মধ্যে মুদ্রাগুলো একশ বছর পর নিলামে উঠতে যাচ্ছে।ধারণা করা হচ্ছে, শত বছরের জন্য ব্রুনের সিল করে রাখা ২০ হাজার পিস মুদ্রা বিক্রি হবে ৮ লাখ পাউন্ড স্টার্লিংয়ে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি টাকা।

নিউইয়র্ক-ভিত্তিক মুদ্রা নিলামকারী প্রতিষ্ঠান স্টেকস বোওয়ার্স আগামী শরতে মুদ্রাগুলো নিলামে তুলতে যাচ্ছে। প্রতিষ্ঠানটি বলছে, এগুলো বাজারে মুদ্রার সবচেয়ে মূল্যবান সংগ্রহ। স্কাই নিউজ।