বিনোদন

আবারও কংগ্রেসের হয়ে নির্বাচনে দাঁড়াবেন নেহা

তারকাদের রাজনীতিতে আসা কোনো নতুন ঘটনা নয়। এবার ভারতীয় অভিনেত্রী নেহা শর্মার রাজনীতিতে আসার জল্পনা শোনা যাচ্ছে। মূলত নেহার বাবার এক মন্তব্যে এই জল্পনার সূত্রপাত ঘটে।

তিনি মন্তব্য করেছিলেন, বিহারের লোকসভা ভোটে প্রার্থী হতে পারেন নেহা।নেহার বাবা অজয় শর্মা, বিহারের একজন কংগ্রেস নেতা। পাশাপাশি তিনি ভাগলপুরের বিধায়ক।বিহারের ভাগলপুরকে কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে ধরা হয়।

সম্প্রতি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে অজয় শর্মা বলেন, ভাগলপুরকে একটা শক্ত ঘাটি হিসেবে কংগ্রেসের বিবেচনা করা উচিত, যখন আসন সমঝোতা নিয়ে কথাবার্তা চলছে। যদি আমরা এই আসন পাই তাহলে দলই ঠিক করবে কাকে প্রার্থী করা হবে।

তবে যদি আমাকে জিজ্ঞেস করা হয় তাহলে বলব, হয় আমি লড়ব নাহলে আমার মেয়ে নেহা শর্মা এই আসন থেকে প্রার্থী হতে পারে। দেখা যাক কী হয়।
উল্লেখ্য, নেহা শর্মা’কে ২০২৩ সালে নওয়াজউদ্দিন সিদ্দিকীর ‘জোগিরা সারা রা রা’য় দেখা গিয়েছিল।

হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার সফর শুরু হয় ইমরান হাসমি অভিনীত ‘ক্রুক’ সিনেমার মাধ্যমে। এরপর ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’, ‘তুম বিন ২’, ‘মুবারকান’, ‘তানহাজি’র মত সিনেমায় দেখা যায় নেহা শর্মাকে।

%d bloggers like this: