বিজ্ঞান ও প্রযুক্তি

বৃদ্ধদের জন্য এলো স্মার্ট লাঠি

বৃদ্ধদের জন্য এলো স্মার্ট লাঠি

বয়স্ক মানুষদের হাঁটা-চলা করা কঠিন ব্যাপার। তখন লাঠিতে ভর রাখতে হয়। প্রাচীনকাল থেকেই বয়স্ক মানুষরা লাঠিতে ভরসা খোঁজেন। ডিজিটাল এই যুগে যখন সবকিছুই স্মার্ট তখন লাঠি কেন বাদ যাবে? আর তাইতো বাজারে এলো স্মার্ট লাঠি।এই লাঠি বয়স্কদের শুধু হাঁটা-চলা করতেই সাপোর্ট দেবে না, ফোন কল থেকে শুরু করে নানান ধরনের কাজও করে দেবে।

আমেরিকান কোম্পানি কেন গো জিপিএস এই লাঠি বা স্টিক তৈরি করেছে। এতে থাকা বাটন চেপে জরুরি প্রয়োজনে পরিবারের অন্যসব সদস্যদের কলও করা যাবে। এই ওয়াকিং স্টিকটি বিশেষভাবে বয়স্কদের জন্য ডিজাইন করা হয়েছে। এটি তাদের জরুরি পরিস্থিতিতেও সাহায্য করবে।এমনকি এই লাঠিতে থাকা জিপিএস বয়স্কদের অবস্থানও জানাবে।

এছাড়া কোনো কারণে পড়ে গিয়ে আহত হলে মেসেজের মাধ্যমে সে বিষয়ে তথ্য পাবেন পরিবারের সদস্যরা।এই লাঠিতে একটি ডিসপ্লে আছে। এই স্ক্রিনে ব্যবহারকারী কতটি পদক্ষেপ নিয়েছেন এবং কার কল আসছে এটিও শনাক্ত করা যায়। এটি প্রতি মাসে এবং সপ্তাহে ব্যবহারকারীদের স্বাস্থ্য সম্পর্কিত ডেটা তাদের পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করে।

এটি এক চার্জে প্রায় ৪৮ ঘন্টা চালু থাকতে পারে।এতসব ফিচারের লাঠিটি কিনতে খরচ করতে হবে ৪০ হাজার টাকার মতো।