লাইফ স্টাইল

চুলের পরিচর্যায় পেঁয়াজ কিংবা রসুন সমস্যা বুঝে ব্যবহার

চুলের পরিচর্যায় পেঁয়াজ কিংবা রসুন সমস্যা বুঝে ব্যবহার

অনেকেই চুল পড়ার সমস্যায় ভোগেন। বিশেষ করে গরম আসার পর থেকে মাথা ঘেমে চুল পড়ার সমস্যা আরও বেড়ে গিয়েছে। এই সমস্যা নিয়ন্ত্রণে অনেকে পার্লারের শরণাপন্ন হলেও বেশিরভাগ মানুষ ঝুঁকছেন ঘরোয়া সহজ পদ্ধতির দিকে।

 

বিভিন্ন রকমের তেল বা শ্যাম্পুর পাশাপাশি হেয়ার প্যাক বানিয়ে ব্যবহার করছেন অনেকে। সেখানে যুক্ত করছেন পেঁয়াজ কিংবা রসুনের নির্যাস। এই দুই উপাদান কি আসলেও চুলের যত্নে কার্যকর? চলুন জেনে নেওয়া যাক।

পেঁয়াজ

সালফার হলো এমন এক উপাদান যা কোলাজেন তৈরিতে বিশেষভাবে সাহায্য করে। চুলের ফলিকলে পুষ্টি জুগিয়ে নতুন চুল গজাতেও সাহায্য করে এই উপাদান।পেঁয়াজে রয়েছে ভরপুর পরিমাণে সালফার। পাশাপাশি আছে কোয়ারসেটিন নামের অ্যান্টি-অক্সিডেন্ট যা মাথার ত্বকের প্রদাহ কমিয়ে রক্ত সঞ্চালন বৃদ্ধিতে সহায়তা করে। ফলে নতুন চুল গজানোর সম্ভাবনা বেড়ে যায়।

রসুন

রসুন মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে। এতে রয়েছে অনেক পরিমাণে সালফার। আরও আছে অ্যালিসিন যা মাথার ত্বকের ছত্রাকজনিত যেকোনো সংক্রমণ রোধ করতে পারে। তাই খুশকির সমস্যা দূর করতে রসুন ব্যবহার করতে পারেন।

%d bloggers like this: