14 March 2024 , 11:24:41 প্রিন্ট সংস্করণ
পবিত্র রমজান মাসে রোজা পালন না করা এবং ঘরের বাইরে খাবার খাওয়ার অপরাধে ১১ জনকে গ্রেফতার করেছে নাইজেরিয়ার ইসলামী পুলিশ।
মঙ্গলবার (১২ই মার্চ) মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটির উত্তরাঞ্চলীয় একটি প্রদেশ থেকে এসব নাগরিককে গ্রেফতার করা হয়।
হিসবাহ নামে পরিচিত ইসলামী পুলিশের মুখপাত্র লওয়াল ফাগে জানান, গ্রেফতার ১১ জনের মধ্যে ১০ জন পুরুষ ও একজন নারী। শহরের বাজারের কাছাকাছি বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছিল।
যদিও এই অভিযানে ছাড় পাচ্ছেন অমুসলিমরা। তবে তারা যদি রোজার সময় কোনো মুসলিমের কাছে খাবার বিক্রি করেন তাহলে তাদেরও গ্রেফতার করা হতে পারে।
গ্রেফতার ১১ জন আর রোজা ভঙ্গ করবেন না— এমন প্রতিজ্ঞা করার পর তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন মুখপাত্র। সরকারিভাবে নাইজেরিয়া ধর্মনিরপেক্ষ হলেও দেশটির উত্তরাঞ্চলের ১২টি প্রদেশে দুই দশক আগে শরিয়া আইন চালু করা হয়।