লাইফ স্টাইল

রোজায় কখন দাঁত ব্রাশ করা উচিত জেনেনিন

আসছে রোজা। রোজাদারদের অনেক নিয়ম-কানুন মেনে চলতে হয়, আবার অনেকের মনে থাকে রোজা নিয়ে হাজারো প্রশ্ন।

তার মধ্যে একটি রোজার সময় কখন দাঁত ব্রাশ করতে হবে? দাঁত ব্রাশ করলে রোজা ভেঙে যাবে কি না?

বিশেষজ্ঞরা বলেছেন, ইফতারের পরে একবার এবং সেহরির পরে একবার ব্রাশ করে ফেললে ভালো।

এ দুবার ব্রাশ করতে হবে। এছাড়া প্রতিটি নামাজের আগে তো মেশওয়াক হচ্ছে, তাতে করে মোটামুটি যত্ন হয়ে যায়।

%d bloggers like this: