জাতীয়

ভোট গণনা কেন্দ্র করে আ.লীগের দুই পক্ষের মারামারি

শুক্রবার সকালে ভোট গণনার পর নির্বাচন কমিশনার নাহিদ সুলতানা যুথীকে সম্পাদক ঘোষণা করলে বহিরাগতরা হামলা চালায়। হামলা চালানোর পাশাপাশি ব্যালট ছিনতাইয়ের ঘটনাও ঘটে।

এর আগে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ মেয়াদের কার্যনির্বাহী কমিটির দুদিনব্যাপী বার্ষিক নির্বাচনে বুধবার ও বৃহস্পতিবার ভোটগ্রহণ হয়। দুদিনই সকাল ১০টা থেকে শুরু হয়ে মাঝে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

বৃহস্পতিবার রাত ১০টার পর ভোট গণনা শুরু হওয়ার কথা থাকলেও তা হতে দেয়নি বহিরাগতরা। এ হামলায় আওয়ামী লীগের সম্পাদক প্রার্থী শাহ মঞ্জুরুল হক আহত হয়েছেন। বহিরাগতরা সবাই একজন নারী সম্পাদক প্রার্থীর অনুসারী বলে জানা গেছে।

সভাপতি, সহসভাপতি (দুটি), সম্পাদক, কোষাধ্যক্ষ, সহসম্পাদক (তিনটি) ও সদস্য ৭টিসহ মোট ১৪টি পদে এক বছর মেয়াদের জন্য এ নির্বাচন হয়ে থাকে। ১৪টি পদের বিপরীতে এবার নির্বাচনে ৩৩ প্রার্থী হয়েছেন।

এবারের নির্বাচনে বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সভাপতি পদে, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সম্পাদক পদে লড়ছেন।

আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ থেকে সভাপতি পদে লড়ছেন আবু সাঈদ সাগর, সম্পাদক পদে লড়ছেন ব্যারিস্টার শাহ মঞ্জুরুল হক।এ ছাড়া যুবলীগ সভাপতির স্ত্রী নাহিদ সুলতানা যুথী সম্পাদক পদে লড়ছেন।

প্রবীণ আইনজীবী, সাবেক অতিরিক্ত অ্যার্টনি জেনারেল এমকে রহমানও লড়ছেন সভাপতি পদে।দুদিনব্যাপী নির্বাচনে এবারের ভোটার সাত হাজার ৮৮৩ জন। প্রথম দিনে ভোট পড়েছিল ৩ হাজার ২৬১টি।

%d bloggers like this: