4 March 2024 , 4:20:37 প্রিন্ট সংস্করণ
১০ কোটি ডলারের বেশি দামে বিক্রি হয়ে গেল একটি শিল্পকর্ম। শিল্পকর্মটি বিক্রি হয়েছে নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টিজের তত্ত্বাবধানে। গত জানুয়ারিতে বিক্রি হওয়া চিত্রকর্মটি ছিল শিল্পী মার্ক রথকোর ‘নম্বর সিক্স (ভায়োলেট, গ্রিন অ্যান্ড রেড)’।
১৯৫১ সালে আঁকা চিত্রকর্মটি নিলামে তুলেছেন রুশ ধনকুবের ও সংগ্রাহক দিমিত্রি রিবোলভলেভ। ২০১৪ সালে ১৪ কোটি ইউরোয় চিত্রকর্মটি কিনেছিলেন তিনি।
জানুয়ারিতে রিবোলভলেভের কাছ থেকে ছবিটি কিনেছেন সিটাডল সিইও কেনেথ গ্রিফিন।এক সাক্ষাৎকারে ক্রিস্টিজের প্রধান নির্বাহী কর্মকর্তা গিউম সেরুত্তি জানান, জানুয়ারিতে বিক্রি হওয়া চিত্রকর্মটির দাম ১০ কোটি ডলারের বেশি।
যদিও ক্রেতা-বিক্রেতা সম্পর্কে তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।করোনার পর থেকেই নিলামে শিল্পকর্ম বিক্রির ঘটনা বেড়েছে। শিল্প সংগ্রাহকরা কেনাকাটায় এখন আগের চেয়ে অনেক বেশি আগ্রহী।
গত বছর ক্রিস্টিজের বিক্রি বেড়েছে ৪৯ শতাংশ। একইসঙ্গে আরেক নিলাম প্রতিষ্ঠান সদবির বিক্রিও বেড়েছে উল্লেখযোগ্য হারে।গত বছর ক্রিস্টিজের নিলামে বিক্রি হওয়া সবচেয়ে দাবি শিল্পকর্ম ছিল ৭ কোটি ৪০ লাখ ডলারের।
যদিও গোপনে এর চেয়েও বেশি দামের বিক্রির ঘটনা ঘটেছে বলে জানান ক্রিস্টিজের সিইও। কারণ, ক্রেতারা বর্তমানে গোপনীয়তা বজায় রাখছেন।