বিনোদন

আত্মহত্যা না করার কারণ জানালেন আমিন খান

ঢাকাই সিনেমার একসময়ের পর্দা কাঁপানো নায়ক আমিন খান। চলচ্চিত্র জগতের নোংরা পলিটিক্সের শিকার হয়েছেন বলে জানিয়েছেন এ অভিনেতা ।সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করে বলেন, সিনেমা জগতের নোংরা পলিটিক্স তার ক্যারিয়ারকে ধ্বংস করে দিয়েছে।এ অভিনেতা বলেন, বলিউডে এখন সুশান্ত সিং রাজপুতকে নিয়ে সবাই যেমন হা হুতাশ করছে, আমার জীবনটাও তেমন হতে পারত।

চলচ্চিত্র জগতে আমিও অনেক নোংরা পলিটিক্সের শিকার হয়েছি। মনোবল শক্ত ছিল, পরিবার পাশে ছিল, তাই হয়তো আত্মহত্যা করিনি। আমার মতো করে লড়ে গেছি। চলচ্চিত্রে জায়গা করে নিয়েছি।একসময় শুটিংয়ে ব্যস্ত নায়ক আমিন খান এখন ব্যস্ত চাকরি জীবনে। একটি বেসরকারি প্রতিষ্ঠানে বড় দায়িত্বে আছেন তিনি। স্ত্রী স্নিগ্ধা খান, দুই ছেলে রাইয়ান খান আর মাঈন খানকে নিয়ে বর্তমানে ঢাকার উত্তরায় থাকেন।

তাদের ঘিরেই অভিনেতার সব ব্যস্ততা।নব্বই দশকে নতুন মুখের সন্ধানে কার্যক্রম দিয়ে চলচ্চিত্রে পথচলা শুরু আমিন খানের। ১৯৯৩ সালে মুক্তি পায় তার প্রথম সিনেমা ‘অবুঝ দুটি মন’। মোহাম্মদ হোসেন পরিচালিত এই সিনেমা মুক্তির আগে বাদল খন্দকারের ‘দুনিয়ার বাদশা’ সিনেমাতে কাজ করেন। সিনেমাটি সুপারহিট হয়।

এ সিনেমাই তাকে অ্যাকশন ঘরানার আগ্রহী হওয়ার রাস্তা তৈরি করে দেয়।২০১০ সালের পর আর সেভাবে পর্দায় দেখা যায়নি আমিন খানকে। তবে ১৯৯৩ থেকে ২০১০ সাল পর্যন্ত ১৬৫টির মতো ছবিতে অভিনয় করেছেন এ নায়ক। যার অধিকাংশই ছিল ব্যবসা সফল।সিনেমার পাশাপাশি টেলিফিল্ম ও নাটকেও অভিনয় করেছেন আমিন খান। তবে এখন তাকে কালেভদ্রে দেখা যায় পর্দায়।

আরও খবর

Sponsered content

%d bloggers like this: