খেলাধুলা

জ্যাকসের ঝড়ো সেঞ্চুরিতে কুমিল্লার রেকর্ড সংগ্রহ

জ্যাকসের ঝড়ো সেঞ্চুরিতে কুমিল্লার রেকর্ড সংগ্রহ

শুরুটা করে যান লিটন দাস। ঝড়ো ফিফটির পর তিনি বিদায় নিলে বাকি কাজ সারেন উইল জ্যাকস। তার বিধ্বংসী সেঞ্চুরির পাশাপাশি মঈন আলীর ফিফটিতে রংপুর রাইডার্সের সঙ্গে যৌথভাবে বিপিএলের সর্বোচ্চ সংগ্রহ পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৩৯ রান সংগ্রহ করে কুমিল্লা। যৌথভাবে যেটি বিপিএলের সর্বোচ্চ সংগ্রহ। এর আগে ২০১৯ সালে চট্টগ্রাম ভাইকিংসের বিপক্ষে একই সংগ্রহ পায় রংপুর রাইডার্স।

আরও খবর

Sponsered content