জাতীয়

দুঃখ প্রকাশ করেছে ভারত বিজিবি সদস্য হত্যার ঘটনায় বললেন সেহেলী সাবরীন

দুঃখ প্রকাশ করেছে ভারত বিজিবি সদস্য হত্যার ঘটনায় বললেন সেহেলী সাবরীন

সম্প্রতি যশোর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য রইশুদ্দীনের নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারত। আজ বুধবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন।

এ সময় সেহেলি সাবরীন বলেন, গত ২৪ জানুয়ারি সীমান্তে বিজিবির সিপাহি রইশুদ্দীনের নিহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিএসএফ। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে সে লক্ষ্যে এক যোগে কাজ করবে বিজিবি-বিএসএফ।

তিনি বলেন, লিবিয়াতে আটক আরও ১৩৯ জন বাংলাদেশি নাগরিকদের বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, মিয়ানমারের রাখাইনের চলমান সংঘাত তাদের আভ্যন্তরীণ বিষয়।

এতে যেন বাংলাদেশে কোনো প্রভাব না পড়ে সেদিকে নজর রাখা হয়েছে।পুলিশ সদস্য হত্যা মামলার আসামি পলাতক আরাভ খানকে দুবাই থেকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে অগ্রগতি কী, জানতে চাইলে তিনি বলেন, ‘তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি আছে এবং প্রত্যাবাসনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

তাকে আনার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে কোনো তথ্য এলে আমরা জানাতে পারব। আমাদের কাছে এখন পর্যন্ত তথ্য আছে, রেড নোটিশ জারি করা হয়েছে এবং প্রত্যাবাসনের প্রক্রিয়া চলমান আছে।

আরও খবর

Sponsered content