বিনোদন

আমি ইসলামের পক্ষে ইসলাম বিরোধীদের বিপক্ষে বললেন জায়েদ খান

আমি ইসলামের পক্ষে ইসলাম বিরোধীদের বিপক্ষে বললেন জায়েদ খান

সম্প্রতি একটি ভিডিওতে দেখা যায় চিত্রনায়ক জায়েদ খান ইমামদের বিরুদ্ধে কথা বলছেন। আর এটাই নিয়েই শুরু হয়েছে তোলপাড়। কেন জায়েদ খান ইমামদের বিরুদ্ধে কথা বললেন? এমনকি অনেকেই জায়েদ খানকে বয়কটের ডাকও দিয়েছেন। তবে রোববার (১৪ জানুয়ারি) বিকেলে জায়েদ খান বললেন, একটি ভিডিও কেটে অংশবিশেষ ছড়িয়ে দিয়ে তাকে বিতর্কিত করার চেষ্টা করেছেন।

এসময় তিনি বলেন, আমি মূলত একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে সমাজের প্রত্যেক শ্রেণীতে যে কিছু কিছু খারাপ মানুষ রয়েছে সেই কথা বলেছি। এ ক্ষেত্রে কিছু কিছু ইমাম যাদের বিরুদ্ধে অভিযোগ আসে পত্রিকায়, যারা বলাৎকারের মতো কাজ করে তাদের বিরুদ্ধে বলেছি। ঢাকাই চলচ্চিত্রের আলোচিত এই অভিনেতা বলেন, একজন প্রশ্ন করেছিল আমায় যে আসলে কথাটা ছিল জায়েদ ভাই, আপনার এতো গুলো প্রেম, এতো গুজব এসব কেমন লাগে?

আমি বলেছিলাম, নায়ক বলেই তো গুজব ছড়ায়। নায়ক হয়ে যদি গুজব না ছড়ায় তাহলে মসজিদের যারা ইমাম আছে তাদের মতো টুপি দিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। ভদ্র নম্র হয়ে জীবনযাপন করতে হবে, বাসায় থাকতে হবে। তিনি বলেন, তার মানে ইমামদের আমি ভালো হিসেবে বিবেচনা করেছি। ইমামরা ভালো হয়, নামাজ পড়ায়। তাদের পেছনে সমস্ত জ্ঞানী গুণী মানুষরা নামাজ পড়ে।

তাদের পেছনেই তো সেজদা দেই আমরা, আমি কিন্তু ভালো উদ্দেশ্যে বলেছি। তবে কিছু কিছু ইমাম দেখবেন কিছু মসজিদে, যারা শিশি বলাৎকারের মতো কাজ করে এটা গর্হিত কাজ। কিছু কিছু মানুষ এমন সব সমাজেই আছে। তাদেরকজে উদ্দেশ্যে বলেছিলাম। সেখানে সকল ইমাম নয়, আলেমের কথা তো ওঠেই নাই।

আমি ইসলাকমের পক্ষে, যারা ইসলাম বিরোধী কাজ করে আমি তাদের বিপক্ষে। দ্যাটস ইট। আরেক প্রশ্নের জবাবে জায়েদ খান বলেন, আমার হজে যাওয়ার ইচ্ছে রয়েছে। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য।