ভিন্ন স্বাদের খবর

এবার ১১৪ টাকায় বাড়ি কিনুন ইতালিতে

১১৪ টাকায় বাড়ি! তাও আবার ইতালির মতো দেশে। শুনতে অবাক লাগলেও এমনই এক অফার চলছে ইতালির সান্ট এলিয়া আ পিয়ানিসি শহরে। দেশটির স্থানীয় প্রশাসন কিছু স্লিপি টাউনের রিঅ্যাওকেনিং প্রজেক্ট হাতে নিয়েছে।

আর সেই প্রজেক্টের আওতায় ইটালির মোলিজে অঞ্চলে এই রকম আটটি বাড়ির বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এ বাড়িগুলির প্রত্যেকটির দাম মাত্র ১ ইউরো যা বাংলাদেশি মুদ্রায় ১১৪ টাকা।

তবে এসব বাড়ি কিনতে গেলে আপনাকে একটা শর্ত মানতে হবে। যেমন- যা যা বাধ্যতামূলক খরচপাতি করতে হয়, এক্ষেত্রেও সেসব করতে হবে। বাড়ি কেনার খরচ ১১৪ টাকা হলেও আরও কিছু লুকানো খরচ রয়েছে।

ইতালির সান্ট এলিয়া আ পিয়ানিসির এই বাড়ি কিনতে জামানত হিসেবে দিতে হবে ৫০০০ ইউরো। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়াবে প্রায় ৫ লাখ ৬৮ হাজার টাকা। ইতালির মতো দেশে নিজের বাড়ি কেনার স্বপ্ন পূরণের জন্য এই জামানত কমই বলা যায়।

মূলত দীর্ঘদিন ধরে উজ্জ্বল ভবিষ্যতের জন্য ইতালির নতুন প্রজন্মের ছেলেমেয়েরা বড় শহরগুলিতে গিয়ে ভিড় জমাচ্ছে। এর ফলে ইতালির বিভিন্ন জনপদ ক্রমশ জনশূন্য হয়ে পড়ছে। সে কারণেই দেশটির স্থানীয় প্রশাসন সেসব জনপদে মানুষকে ফেরাতে এমন অফার দিয়েছে।

আরও খবর

Sponsered content

%d bloggers like this: