আন্তর্জাতিক

জাপানে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সুনামি সতর্কতা

জাপানের উত্তর-মধ্যাঞ্চলীয় এলাকায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর সেখানে সুনামি সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া সংস্থা। স্থানীয় সময় বিকেল ৪টা ১০ মিনিটে ইশিকাওয়া প্রিফেকচারের নোটো অঞ্চলে ভূমিকম্প আঘাত হানার পর দেশটির পাবলিক ব্রডকাস্টার এনএইচকে জানিয়েছে, ‘সকল বাসিন্দাকে অবিলম্বে উঁচু ভূমিতে সরিয়ে নিতে হবে’।

এনএইচকে জানিয়েছে, ইশিকাওয়ার ওয়াজিমা সিটির উপকূলে এক মিটারেরও বেশি উচ্চতার (৩.৩ ফুট) ঢেউ আঘাত হেনেছে। এতে বলা হয়েছে, ইশিকাওয়ার জন্য আরেকটি ভূমিকম্প সতর্কতা জারি করা হয়েছে।জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি অনুসারে, পাঁচ মিটার (১৬.৫ ফুট) পর্যন্ত উচ্চতার সুনামি নোটোতে পৌঁছেছে বলে মনে করা হচ্ছে।

ভূমিকম্পটি দেশটির রাজধানী টোকিওর আশেপাশের এলাকায় ভবনগুলোও দোলাতে শুরু করে। তবে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।হোকুরিকু ইলেকট্রিক পাওয়ার বলেছে যে, তারা তার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোন দুর্ঘটনা ঘটেছে কি না সেটি পরীক্ষা করছে।

দক্ষিণ কোরিয়ার আবহাওয়া সংস্থা জানিয়েছে, পূর্ব উপকূলের গ্যাংওয়ান প্রদেশের কিছু অংশে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়তে পারে।

আরও খবর

Sponsered content

%d bloggers like this: