রাজনীতি

৬৪ হাজার মামলা দিয়েও সরানো যাবে না’— কুষ্টিয়া-৩ আসনে চ্যালেঞ্জ ছুড়লেন আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা বলেছেন, ‘আমাকে মেরে না ফেললে ৬৪ কেন, ৬৪ হাজার মামলা দিয়েও নির্বাচন থেকে সরানো যাবে না, একমাত্র মৃত্যু ছাড়া আমাকে নির্বাচন থেকে সরানো সম্ভব নয়।’ নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বীদের উদ্দেশে তিনি এ চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে দাবি করেছেন, মামলা ও ভয়ভীতি তাকে আন্দোলন-সংগ্রামের পথ থেকে সরাতে পারবে না।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ঝাউদিয়া ইউনিয়নের হাইস্কুল মাঠ প্রাঙ্গণে জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত এক নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন। দিনের শুরুতে তিনি কুষ্টিয়া পৌর গোরস্থানে ‘জুলাই শহীদদের’ কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করেন। সভায় ইবি থানা জামায়াতের আমির মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোর অঞ্চল টিমের সদস্য অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মো. আবদুর গফুর।

প্রধান বক্তার বক্তব্যে মুফতি আমির হামজা বলেন, ঈমান ও ন্যায়বিচারভিত্তিক রাষ্ট্র পরিচালনা ছাড়া জনগণের প্রকৃত অধিকার নিশ্চিত করা সম্ভব নয়। জাতীয় সংসদ নির্বাচনকে তিনি একটি ‘গুরুত্বপূর্ণ পরীক্ষা’ হিসেবে উল্লেখ করে সৎ, দক্ষ ও যোগ্য নেতৃত্ব বেছে নিতে ভোটারদের প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, তার নামে যত মামলা-হামলা করা হোক, ‘আয়না ঘর’ থেকে শুরু করে ফাঁসির কনডেম সেলে বছরের পর বছর থাকার অভিজ্ঞতা তাকে ভয় পেতে শেখায়নি; তিনি জন্মদাতা ও রাজনৈতিক পিতার দোয়া নিয়ে মাঠে নেমেছেন।

নির্বাচনী সভায় অন্যান্য বক্তারা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত করার দাবি জানিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা ঝাউদিয়াসহ কুষ্টিয়া-৩ আসনের ভোটারদের প্রতি ‘ঈমান, ন্যায়বিচার ও গণঅধিকার’ প্রতিষ্ঠার লক্ষ্যে মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার অনুরোধ জানান।

আরও খবর

Sponsered content