জাতীয়

কুমারখালীতে সেতুর টোল বন্ধের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ, সড়ক অবরোধ

মাহমুদ শরীফ

কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদীর উপর নির্মিত সৈয়দ মাসউদ রুমী সেতুর টোল আদায় স্থায়ীভাবে বন্ধের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে কুমারখালীর সর্বস্তরের জনতা।

২৯ জুন রবিবার সকাল ১১ টার সময় কুমারখালীর সর্বস্তরের জনগণের ব্যানারে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের লাহিনীপাড়ায় অবস্থিত সেতুর টোলপ্লাজা এলাকায় এ কর্মসূচি পালিত হয়। কয়েক হাজার জনতা এতে অংশ নেয়।

এ সময় সেতুর দুই পাশে কুষ্টিয়া-রাজবাড়ীী সড়কে ২৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। অবরোধের কারণে সড়কে যান চলাচল দীর্ঘ সময় বন্ধ থাকে। তবে অ্যাম্বুলেন্স ও রোগী বহনকারী যানবাহন ছেড়ে দেওয়া হয়।

সংবাদ পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম আন্দোলনকারীদের শান্ত করার চেষ্টা করে। এ সময় কুমারখালী উপজেলা নিবার্হী কর্মকর্তা মিকাইল ইসলাম, ওসি সোলাইমান শেখ ও সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মনজুরুল করিম ঘটনাস্থলে যেয়ে বিক্ষোভকারীদের দাবি পূরণের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা জামায়াতের নায়েবে আমীর আফজাল হোসেন, এনসিপি নেতা কে এম আর শাহিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আলামিন হোসেন আকাশ, আশিক আহমেদ, নয়ন হাসান, ইসরাইল হোসেন প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৪ সালে ৩৫ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণ করে সওজ। ২০০৫ সাল থেকে ব্যবহারকারীদের কাছ থেকে ইজারাদারের মাধ্যমে টোল আদায় করা হয়। তবে সেতু নির্মাণের পর তিনগুণ টাকা টোল আদায় হয়েছে। তবুও ফ্যাসিবাদীরা টোলের নামে জনগণের কাছ থেকে চাঁদা আদায় করছিল। তারা বলেন, টোল বন্দ না হয়ে আবার আদায় করা শুরু হলে কঠিন আন্দোলন করা হবে।

উল্লেখ্য, গত বছর ৫ আগস্ট জুলাই বিপ্লবের পর ছাত্রজনতা টোল আদায় বন্ধ করে দেন। সম্প্রতি আবার টোল আদায়ের পাঁয়তারা করেছেন ফ্যাসিবাদী সরকারি কর্মকর্তারা। করা হয়েছে টেন্ডার আহŸান। আন্দোলনকারীরা স্থায়ীভাবে টোল বন্ধের দাবি জানান। ইজারার প্রথম কয়েক বছর শুধু বড় বড় যানবাহনে টোল আদায় করা হলেও পরে ভ্যান রিকশা ও বাইসাইকেল থেকেও টোল আদায় শুরু করা হয়। তখন থেকেই তীব্র অসন্তোষ ও আন্দোলনের সূত্রপাত হয়। ধারাবাহিক ভাবে চলতে থাকে বিভিন্ন কর্মসূটি। তবে গতকালের এই কর্মসূচি ব্যাপক আলোড়ন তুলেছে।

আরও খবর

Sponsered content